মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কলেজে ভর্তি হতে এসেছিল বহরমপুরে। বাড়ি ফিরতে দেরি হওয়ায় মায়ের শাসন, পরিবারের বকাবকি। অভিমানে আত্মঘাতী হল উচ্চমাধ্যমিক পাশ ছাত্রী। কান্দির মহলন্দী মহালম্ এলাকার ঘটনা। গত শুক্রবার বাড়ি ফিরতে দেড়ি হওয়ায়। পরিবারের লোকজন শাসন-বকাবকি করেন। সেই অভিমানে সেদিন রাতেই বিষ খাবার চরম সিদ্ধান্ত নেয় ওই তরুণী। তারপরেই জ্ঞান হারায় সে। শুক্রবার রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে রবিবার রাতে মৃত্যু হয় আজিজা খাতুনের।
পরিবার সূত্রে খবর, কান্দির মহালোম এলাকার বাসিন্দা আজিজা খাতুন, গত শুক্রবার বহরমপুরে কলেজে ভর্তি হতে আসে। ফিরতে দেরি হওয়ায় বাড়িতে বকাবকি করেন তাঁর মা। রাতে বাড়িতেই বিষ খায় সে। তৎক্ষণাৎ পরিবারের লোকজন তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিবার বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মায়ের বকাবকির জেরে মেয়ে যে এমন কান্ড ঘটাবে তা বুঝে উঠতে পারেনি পরিবার।