নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ব্যস্ত বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতিতে টোটো চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক টোটো চালক। অভিযোগ রানিবাগানের দিক থেকে দ্রুত গতিতে একজন নাবালিকা যাত্রী নিয়ে থানার দিকে যাচ্ছিলেন ওই টোটো চালক ইমরান সেখ। সেই সময় বাম্পারের ধাক্কায় মাটিতে পড়ে যান ওই নাবালিকা যাত্রী।
তার মাথায় গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ। কর্তব্যরত ট্রাফিক পুলিশের দাবি, যাত্রী পড়ে গেলেও বেঁহুশ ওই টোটো চালক না দাঁড়িয়ে চলে যাচ্ছিলেন। সেই সময় ওই স্ট্যান্ডের অন্য এক টোটো চালক টুবাই দাস নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে তাঁদের কার্যালয়ে নিয়ে যান। টুবাই বলেন, ” সময়ে না তুলে নিলে মেয়েটির ওপর দিয়ে বড় গাড়ি চলে যেতে পারত।” ওই সময় টোটো চালককে এক সিভিক ভলান্টিয়ার পথ আটকালে তাকে সজোরে ধাক্কা মারেন ইমরান।
যদিও ইমরানের অভিযোগ, মেয়েটি পড়ে গিয়েছে বলে তার কাছে যাচ্ছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে সিভিককে ধাক্কা দিই নি। এই অভিযোগে ইমরানকে পুলিশ ধরে প্রথমে ট্রাফিক কিয়স্কে ও পরে ট্রাফিক থানায় নিয়ে যায়। যদিও শেষমেশ ওই টোটো চালককে ছেড়ে দেয় পুলিশ।