বহরমপুরে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পাশে ‘স্বর্ণপ্রদীপ’

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপরে বাড়তি নজর দিতে বহরমপুরে পথচলা শুরু করল ‘স্বর্ণপ্রদীপ এডুকেশনাল ট্রাস্ট’। সাধারণ শিশুদের থেকে অনেকটাই আলাদা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। ভিন্ন তাঁদের চলার পথ ও জীবনবোধ। ফলে স্বাভাবিক ভাবে তাঁদের জীবনযাপন থেকে লেখাপড়া এবং মানসিক বিকাশ সম্ভব হয়ে ওঠে না। এবার তাঁদের জন্যই কাজ শুরু করল স্বর্ণপ্রদীপ। জানান এই এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক রাজেন্দ্র কুমার সাহা।

এদিন স্বর্ণপ্রদীপ এডুকেশানাল ট্রাস্টের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের উদ্বোধন হল। সংস্থার কর্মকর্তা থেকে চিকিৎসক ও জেলার গুনীজনদের উপস্থিতিতে বিশেষ ভাবে সক্ষম শিশুদের কেয়ার করতেই এই উদ্যোগ বলে জানান কর্মকর্তারা। জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ ভাবে সক্ষম শিশুরা এই স্বর্ণপ্রদীপে এসে অনেকটাই ছন্দে ফিরছে বলেই জানাচ্ছেন তাঁদের অভিভাবকেরা।