নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হল জেলা কলা উৎসব। ধ্রুপদী ও আঞ্চলিক ঐতিহ্যগত নৃত্য, সংগীত ও যন্ত্র-সঙ্গীতের সঙ্গে ভাস্কর্য শিল্প,অঙ্কন, একক নাট্যাভিনয় প্রভৃতি দশটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই প্রতিযোগিতায় জেলার সরকারি,সরকারী সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারী বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া সহ প্রায় তিনশো ৫০ জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছে বলে জানান সর্বশিক্ষা মিশনের আধিকারিকরা। মঙ্গলবার ও বুধবার দু’দিন ধরে চলবে এই উৎসব। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক নীতিশ বালা। পড়ুয়াদের মধ্যে কৃষ্টি ও সৃজনশীলতার লক্ষ্যে প্রতি বছরই রাজ্য সরকার সর্বশিক্ষা মিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য এই উৎসবের আয়োজন করে। এবার দু’দিন ধরে এই কলা উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী কুড়ি জন ছাত্র ছাত্রী আগামী ২৯ ও ৩০শে নভেম্বর কলকাতায় রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান সর্বশিক্ষা মিশনের অতিরিক্ত প্রকল্প আধিকারিক সোমনাথ বিশ্বাস।
সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জেলা কলা উৎসব শুরু হল বহরমপুরে
Published By: Madhyabanga News |
Published On:
