SSC Verdict ‘অপ্রত্যাশিত’, ‘রাজনীতির শিকার’- সুপ্রিম রায়ে হাহাকার চাকরিহারাদের

Published By: Imagine Desk | Published On:

SSC Verdict   আলাদা করা গেল না  চাল আর কাঁকড় ! যার জেরে অন্নহারা হয়ে গেল ২৫,৭৫২ জন। ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বাতিল হয়ে গেল ২৫,৭৫২ জনের চাকরি। কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেই এই সিদ্ধান্ত জানাল দেশের সর্বোচ্চ আদালত।

SSC Verdict চাকরি বাতিলের খবর শুনেই মর্মাহত চাকরিহারারা। মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা মহম্মদ মোস্তফা কামাল- চৈত্রের দুপুরে তাঁর চোখ মোবাইলের স্ক্রিনে। অনবরত স্ক্রল করছেন খবরের চ্যানেল। বিদ্যাসাগর ভবনের সামনে চেয়ারে বসে তাঁর কথা- ” সুপ্রিম কোর্ট এই রায় দেবে কল্পনাও করতে পারিনি। আমরা তো কোন দোষ করিনি। আমাদের বিরুদ্ধে কোন প্রমান নেই। এরকম সাজা হতে পারে না। এটা কেমন রায়? তদন্তকারী সংস্থারা কী করল?”

SSC Verdict বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানের একাংশে ভিড় একদল যুবকের। প্রত্যেকেই হতাশ। প্রত্যেকেই ক্লান্ত। সুপ্রিম রায়ের পর তারা দিশেহারা। ২৬ হাজার চাকরি বাতিলের তালিকায় রয়েছেন হাবিব বাপিও। চাকরিহারা হাবিব বাপি জানান, কী হচ্ছে ? কেন হচ্ছে? কিছুই বোঝা যাচ্ছেনা, প্রথম থেকেই রাজনীতির শিকার। দুর্নীতি যারা করল তাদের শাস্তির খাড়া আমাদের উপর কেন পড়ল? কিছুই বোঝা যাচ্ছে না। তিনি আরও জানান, তিন মাসের পরীক্ষার ব্যবস্থা কীভাবে হবে? পুরো বিষয়টি পরিষ্কার নয়। এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত! রাজনীতির শিকার! আইনি লড়াইয়ে কোর্ট ছাড়া কোন ভরসা নেই। শিক্ষা জগতের ক্ষেত্রে কলঙ্কিত দিন।

SSC Verdict চাকরি বাতিলের রায়ে পর একেবারেই মর্মাহত রাজীব, রাজর্ষিদের মতোই মুর্শিদাবাদের চাকরিহারারা। হতাশা আর নিস্তব্ধতা গ্রাস করল তাদের। কেন? কীভাবে হল? আগামী দিনেই বা কী হবে? একরাশ প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানের একাংশে হতাশ চোখে জমায়েত হওয়া SSC নিযুক্তদের সকলের একটাই প্রশ্ন- ভোটের রাজনীতি, আর রাজনীতির ময়দানে ‘বলির পাঁঠা’ হলেন যোগ্যরা?

আরও পড়ুন-

SSC Verdict বাতিল ২৬ হাজার চাকরিই । আর স্কুলে নয় বাতিল শিক্ষকরা