নিজস্ব সংবাদদাতা, ফরাক্কাঃ জেসিবি দিয়ে অবাধে চলছে মাটি কাটা। সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে করে। এই ছবিই দেখা গেল ফরাক্কার জয়রামপুর এলাকায়। অবৈধ ভাবে মাটি কাটার ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে ৪ ব্যক্তিকে। সাথে আটক করা হয়েছে ৫ টি ট্রাক্টর ও জেসিবি মেশিনটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু দিন ধরে ফরাক্কার জয়রামপুর এলাকায় চলছিল অবৈধ ভাবে মাটি কাটার কাজ। সেই খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। মাটি কাটার সময় হাতেনাতে বাজেয়াপ্ত করা হয় মাটি বোঝাই পাঁচটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন।
অবৈধ মাটি কাটার ঘটনায় গ্রেপ্তার করা হয় চার জনকে। বুধবার ধৃতদের জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।