Samserganj News সামসেরগঞ্জে অশান্তির ঘটনায় তদন্তে নেমে দুই এনজিও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে উস্কানি দেওয়ার কাজ করছিলেন ওই দুই ব্যক্তি। ধৃতদের এক জনের নাম মহম্মদ মোস্তাকিম শেখ, অন্যজনের নাম কাউসার আলি। ১১ এপ্রিল অশান্তির সূত্রপাত হয় সামসেরগঞ্জে। সূত্রের খবর ওই অশান্তির নেপথ্যে এই দুজন উস্কানি ও প্ররোচনা দিয়েছিলেন। ঝামেলার জন্য লোকও জড়ো করেছিলেন তাঁরা। এমনকি ষড়যন্ত্র করার এই অভিযোগও রয়েছে। মঙ্গলবার তাঁদের জঙ্গিপুর কোর্টে পেশ করা হয়৷ ১৪ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Samserganj News ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে পুলিশ আধিকারিকদের মারধর, সরকারি সম্পত্তি ভাংচুরের। এদিন ধৃতদের আদালতে পেশ করা হয়। ১ জুলাই হবে পরবর্তী শুনানী। ১৪ জনের জেলা হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দুজনের।
Samserganj News জানা গিয়েছে, “অসময়ে আলোর বাতি” নামের সামসেরগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ও সম্পাদক হিসেবে কাজ করেন ওই দুই ব্যক্তি । সোমবার গভীর রাতে ওই দুজনকে গ্রেফতার করা হয়। ১১ এবং ১২ ই এপ্রিল ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠে সামসেরগঞ্জের ধূলিয়ান । দফায় দফায় ছড়ায় উত্তেজনা ছড়ায়। সামসেরগঞ্জের জাফরাবাদে Jafrabad খুন হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামের দুই ব্যক্তি । সোমবার ধুলিয়নের অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ও সেক্রেটারিকে।