Samserganj News মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জাফরাবাদে পিতা-পুত্র জোড়া খুনের ঘটনায় ৫৬ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। শুক্রবার জঙ্গিপুর সিজেএম কোর্টে চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেপ্তার হওয়া ১৩ জনের নামে অভিযোগ রয়েছে। প্রত্যেকেই জেল কাস্টডিতে রয়েছেন। সুত্রের খবর, চার্জশিটে খুন, অস্ত্র, আইন- সহ একাধিক ধারায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Samserganj News উল্লেখ্য, গত ১২ ই এপ্রিল নিজের বাড়িতে নিহত হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। নৃশংসভাবে খুনের অভিযোগ হয়। জোড়া খুনের ঘটনার ২০ দিনের মাথায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নুরুল ইসলামকে। ২ রা মে রাতে ফরাক্কার হাউসনগর থেকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে। সামশেরগঞ্জের সুলিতলা এলাকার বাসিন্দা নুরুল। এই ঘটনায় প্রথমে গ্রেপ্তার করা হয় কালু নাদাব এবং দিলদার নাদাব নামে দুই ভাইকে। পড়ে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়। তার পরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে খুনের ঘটনায় ‘অন্যতম মূল চক্রী’ জিয়াউল শেখকে পাকড়াও করা হয়। তারপর হাওড়ার ডোমজুড় থেকে সিটের Special Investigation Team (SIT) জালে ধরা পড়ে আরও এক অভিযুক্ত ফেকারুল সেখ। স্পেশ্যাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করে আজফারুল সেখ ওরফে বিল্লি এবং মনিরুল সেখ ওরফে মনি কে। দুজনেই সামসেরগঞ্জের রতনপুরের সুলিতলার বাসিন্দা। ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলা খারসাওয়ানে গোপন আস্তানা থেকে এসটিএফ এর হাতে পাকড়াও হয় আজফারুল। রামপুরহাট থেকে গ্রেপ্তার করা হয় মনিরুল সেখকে।
আরও পড়ুন-