Samserganj erosion: সামসেরগঞ্জে বাড়ির পর বাড়ি ভাঙনের গ্রাসে,  ফের ভয়ঙ্কর নদী

Published By: Imagine Desk | Published On:

Samserganj erosion উৎসবের মুখে ফের ভয়ংকর ভাঙনের ছবি মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।  ভয়াবহ গঙ্গা Ganges River  ভাঙ্গনে দিশাহারা  সামশেরগঞ্জের Samserganj  প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের   শিকদারপুরের মানুষ  । গঙ্গার জলস্তর কিছুটা বাড়তেই নতুন করে গঙ্গা ভাঙ্গন দেখা গেল শিকদারপুরে । শু ক্রবার সকাল থেকে ফের  শুরু হয় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন। নিমেষে নদীগর্ভে তলিয়ে যায় ৩টি বাড়ি। চোখের সামনেই সর্বনাশের ছবি দেখেন গ্রামের বাসিন্দারা।

Samserganj erosion আরও পড়ুন – Samserganj erosion affected families ভাঙনে সব শেষ! স্কুল ঘরে ঠাঁই ৩৪টি পরিবারের

Samserganj erosion পরিবারের সদস্যরা ওই বাড়ি থেকে কোন কিছু সরানোর সুযোগটুকুও পাননি । ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে  নদীপারে। অনেকেই গঙ্গার ধারে বাড়ি থেকে আসবাব থেকে যেটুকু সরানো যায় তা সরাতে শুরু করেছেন।  স্থানীয় বাসিন্দা মতিউর রহমান এদিন বলেছেন, “ পরপর বাড়ি তলিয়ে যাচ্ছে। মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আমাদের বাঁচার কোন পথ আমরা দেখতে পাচ্ছি না”। কয়েক বছর ধরেই  মুর্শিদাবাদের  ভাঙ্গনের অভিশাপে একের পর গ্রামের বাড়ি, জমি  নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। যদিও ভাঙ্গন প্রতিরোধ নিয়ে ক্ষোভ বাড়ছে সামসেরগঞ্জের  বাসিন্দাদের।  গঙ্গার যেভাবে পার ভাঙ্গছে তাতে যেকোন মুহুর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কিছু বাড়ি। তবে নদী পারের বাসিন্দারা এখন প্রশাসনের দিকেই তাকিয়ে।