এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj erosion affected families ভাঙনে সব শেষ! স্কুল ঘরে ঠাঁই ৩৪টি পরিবারের

Published on: September 28, 2024
Samserganj erosion affected families

Samserganj erosion affected families ভাঙন তাদের জীবনে এনেছে দুর্দিন। যতটুকু আগলে রাখতে পেরেছেন সেটা নিয়েই স্কুল ঘরে জায়গা পেয়েছে গোটা পরিবারে। সামসেরগঞ্জের লোহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র- Loharpur Madhyamik Shiksha Kendra (MSK) এই  গোটা স্কুলটাই এখন ভাঙন দুর্গতদের ঠিকানা। গঙ্গা ভাঙ্গনে ভিটে মাটি হারিয়ে স্কুলের ঘরে গাদাগাদি করেই কোনরকমে দিন কাটাচ্ছেন ফতেমা বিবি, পূর্ণিমা বেওয়ারা।

Samserganj erosion affected families  এক চিলতে জায়গায় রান্না করে দু মুঠো ভাত তুলে দিচ্ছেন ছেলে মেয়েদের মুখে। ত্রাণ যা পেয়েছেন সেটা দিয়েই আপাতত খিদে মিটছে, কিন্তু এভাবে কতদিন? এই প্রশ্নই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দুর্গতদের। সামসেরগঞ্জের Samserganj  লোহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এখন ভাঙন কবলিতদের বেঁচে থাকার নতুন ঠিকানা।

Samserganj erosion affected families  গত প্রায় দিন দশেক ধরে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে লোহরপুর ও শিকদারপুর। গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। গঙ্গার জলে ভেসে যাচ্ছে ভিটে, মাটি। এই দুই গ্রামের ৩৪টি পরিবার ঘর বাড়ি হারিয়েছে। ভাঙন দুর্গত ফতেমা বিবির চোখে মুখে একরাশ হতাশা। বলেন, “কোনরকমে এক চিলতে জায়গায়, এক একটি ঘরে ৬ টি পরিবার থাকছে। সরকারি স্কুলে এভাবে কতদিন থাকব, স্থায়ী বাসস্থান চাই।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now