Salar TMC Incident সালারে নার্সকে থাপ্পড় মাড়ল তৃণমূল প্রধান

Published By: Imagine Desk | Published On:

Salar TMC Incident কর্মরত অবস্থায় নার্সকে থাপ্পড় মারার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। সালার গ্রাম পঞ্চায়াতের প্রধান রেজি বেগমের বিরুদ্ধে অভিযোগ। মুর্শিদাবাদে সালার (Salar) গ্রামীণ হাসপাতালে কর্মরত অবস্থায় নার্সকে থাপ্পড়ের প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতি স্বাস্থ্য কর্মীদের ।

আক্রান্ত নার্স সুরঞ্জনা ঠাকুরের অভিযোগ, ভোরে হাসপাতালে নিয়ে আসা হয় এক রোগীকে । ওই রোগীর সঙ্গেই ছিলেন রোগীর মা, যিনি সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান। রোগীকে ইনজেকশন দেওয়ার জন্য অন্য ঘরে নিয়ে যেতে বললে বাঁধে বচসা। চাকরি কেড়ে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময়েই ওই পঞ্চায়েত প্রধান নার্সকে থাপ্পড় মারে বলে অভিযোগ।

আক্রান্ত নার্স সুরঞ্জনা ঠাকুর তিনি জানান, “উনি নিজেকে প্রধান হিসেবে পরিচয় দেন। বারবার এসে হাজার রকমের অসুবিধার কথা বলতে থাকেন তিনি। আমি বললাম ওই ঘরে লাইট ভালো আছে। ওখানে ইনজেকশন দিতে সুবিধে হবে। এই করতেই সেই মহিলা আমাকে ছুটে এসে গালে থাপ্পড় মারেন”।

ভোর চারটে নাগাদ ঘটে এই ঘটনা । নার্সের দাবি, নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নার্স। তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। কর্মরত অবস্থায় নার্সকে মারধরের প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের।

ভরতপুর ২ ব্লক তৃণমূল সভাপতি, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান সুমন এদিন হাসপাতালে দিয়ে ক্ষমা চান স্বাস্থ্য কর্মীদের কাছে। তৃণমূল নেতার দাবি, প্রধান হিসেবে নয়। মা হিসেবে মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ থেকে এই কান্ড ঘটিয়েছেন তিনি। ব্লক তৃণমূল সভাপতির দাবি, এই ঘটনায় অনুতপ্ত তিনি।

ভরতপুর-২ ব্লকের তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন তিনি জানান, “ভোরের দিকে সালার গ্রাম পঞ্চায়তের প্রধান। তিনি তার মেয়েকে নিয়ে এখানে আসেন। এসে দেখেন কিছু পরিষেবা নেই এখানে। এবার হয়ত বিচলিত মা হিসেবে এই পদক্ষেপ নেন। যদি প্রধান হিসেবে করেন তাহলে সেটা সত্যি ভুল কাজ করেছেন তিনি। আমি নার্সদের সামনেও বলেছি। যেটি হয়েছে তার জন্য আমি অনুতপ্ত”। হাসপাতালে কর্মবিরতিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা।