Salar Bomb Recovery শীতের রাতে আচমকাই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে সালারের এই গ্রাম। ভয়ে কেঁপে ওঠেন এলাকার মানুষ। বাঁশ ঝাড়ের ভেতর থেকে আসা বিকট আওয়াজ শুনেই বোমা বিস্ফোরণের সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় থানায়। বুধবার সকালে বম্ব ডিসপোজাল স্কোয়াড Bomb Disposal Squad ঘটনাস্থলে আসতেই সামনে এল ঘটনা। উদ্ধার হল তাজা বোমা। উদ্ধার হওয়া বোমা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড।
Salar Bomb Recovery পুলিশ সূত্রে জানা গিয়েছে-
মঙ্গলবার রাতে সালারের মালিহাটি পঞ্চায়েতের চুনশহর গ্রামে বোমা বিস্ফোরণের খবর আসে। ঘটনাস্থলে গিয়ে বাঁশ বাগানে একটি প্লাস্টিকের বালতিতে রাখা ৬ টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বাঁশ বাগানে বালতি ভর্তি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। কে বা কারা কী উদ্যেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।