Beldanga বেলডাঙায় সাত সকালে বোমা বিস্ফোরণ

Published By: Madhyabanga News | Published On:

Beldanga লোকসভা ভোটের আগে ফের মজুত বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে । রেজিনগরের পর এবার বেলডাঙায় মজুত রাখা বোমা বিস্ফোরণের অভিযোগ । সোমবার সকাল ৮টা নাগাদ বেলডাঙার ঝুমকা মাঝপাড়া এলাকায় এই  বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে একটি বাড়ির পাশে আবর্জনার স্তুপে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় পাশের বাড়ির পাঁচিলের একাংশ ও রান্না ঘর। রান্না ঘরের ছাউনির টালি ভেঙে যায়।

গতকাল রেজিনগরের নাজিরপুরে মজুত বোমা বিস্ফোরণ ঘটেছিল । এবার বেলডাঙাতেও একই অভিযোগ উঠল। ভোটের আগে বারবার বিস্ফোরণ কেন ? প্রশ্ন তুলছেন  স্থানীয়রা।

রবিবার সকালে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া বাঁধের ধার  এলাকা থেকেই উদ্ধার হয়েছিল এক ড্রাম তাজা বোমা। সেই ড্রামে ছিল ২৩টি বোমা। সোমবার সকালে ওই এলাকায় বাঁধের ধার থেকে উদ্ধার হয় দুই ড্রাম বোমা। এদিন ২৭টি বোমা উদ্ধার হয়। পরপর দুদিনে ৫০টি বোমা উদ্ধারে শঙ্কিত স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস।