এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagarpara Protest: বিএসএফের বিরুদ্ধে অভিযোগ সাগরপাড়ার কৃষকদের

Published on: July 10, 2024
Sagarpara Protest

Sagarpara Protest: বিএসএফের (BSF) বিরুদ্ধে জুলুমবাজীর অভিযোগে সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সীমান্ত এলাকার কৃষকদের। সীমান্ত এলাকার কৃষকদের দাবী সীমান্তে জমি চাষ করতে যাওয়ার সময় সিং পাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের নাম এন্ট্রি করতে দেরি করে।

শুধু তাই নয় তাদের উপর শারীরিক নির্যাতন চালান হয় বলেও অভিযোগ কৃষকদের। বিএসএফ জওয়ানে শ্রমিকদের দিয়ে নিজেদের কাজ কর্মও করিয়ে নেয়, এই অভিযোগ তুলে বুধবার সকালে নরসিংহপু বাজারে রাস্তা অবরোধ করে কৃষকরা।

কৃষক সফিকুল মণ্ডল তিনি জানান, “আমরা যখনই পয়েন্টে নামতে যায়। তখন আমাদের নানা ভাবে চেক করা হয়। তাতে আমাদের সত্যি সমস্যা হয়। এছারাও নিজেদের কাজ করিয়ে নেই। বাথরুম পরিস্কার করানো থেকে বাঁশ তোলা সবকিছুই”।

প্রায় ঘণ্টা দেরেক ধরে চলে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলার পর অবরোধ উঠে যায়। বিক্ষোভকারীদের দাবী বিএসএফ জিরো পয়েন্টে চলে গেলে তাদের আর কোন সমস্যা থাকবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now