Sagarpara আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের সাগরপাড়ায় । পুলিশের জালে এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সাগরপাড়ার সাহেবনগর পাঠাপাড়া কালভার্টের কাছে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। সেখানেই সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল এক যুবক। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ৭.৬৫ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় ভাসান মণ্ডল ওরফে নয়ন নামে ঐ যুবককে। ধৃত যুবক টিকরপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। ঠিক কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সে? মতলব কী ছিল? ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে চেয়ে কোর্টে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ।
Sagarpara ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুলিশের জালে কারবারি!
By Imagine Desk
Published on: March 17, 2025









