Bangladeshi Arrested ঢাকা থেকে সাগরপাড়ায় এসে গ্রেফতার ২

Published By: Imagine Desk | Published On:

Bangladeshi Arrested আবারও সাগরপাড়ায় সীমান্ত পার হওয়ার আগেই পুলিশের জালে দুই বাংলাদেশী যুবক। ধৃতরা বাংলাদেশের ঢাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় দুই যুবককে আটক করা হয়। তাদের পরিচয় জানার সময় ধৃতরা জানায় তারা বাংলাদেশের বাসিন্দা।

Bangladeshi Arrested পুলিশ সূত্রে খবর কয়েক মাস আগে তারা ভারতে ঢুকেছিল অবৈধ ভাবে। ভিন রাজ্যে কাজ করার সময় সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে যাওয়ার জন্য তারা সাগরপাড়ায় এসেছিল। ধৃত কেরামত মাল ও সালাম বেদকে রবিবার বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ।