Sagardighi Road: জলে নামল সাংসদের গাড়িও ! কী প্রতিশ্রুতি ?

Published By: Madhyabanga News | Published On:

Sagardighi Road রাস্তা না পুকুর বোঝা যায়। অল্প বর্ষাতেই রাস্তায় জমছে জল। বারবার বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। তাও হচ্ছে না সমাধান। এবার  সাগরদিঘির (Sagardighi)  কাবিলপুরে সেই  বেহাল রাস্তা পরিদর্শনে এলেন জঙ্গিপুর (Jangipur Loksabha)  কেন্দ্রের   সাংসদ খলিলুর রহমান ( Khalilur Rahaman) , জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা। জলে নামতে হল সাংসদের দুধসাদা গাড়িকেও।

Sagardighi Road আগেও এই রাস্তায় এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ।

এইবারও অনেকে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবি জানান।   কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন কাবিলপুরের বিভিন্ন এলাকার রাস্তা । এর জেরে আন্দোলনে নেমে ছিলেন কাবিলপুরের বাসিন্দারা ।

শুক্রবার সেই রাস্তা পরিদর্শনে যান খলিলুর রহমান, রুবিয়া সুলতানারা। এদিন তাদের সামনে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। যদিও দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতির পাশাপাশি বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন জঙ্গিপুরের সাংসদ।খলিলুর রহমান জানান, এই রাস্তা কীভাবে মেরামত করা যায় সেই রাস্তায় খোঁজা হচ্ছে। কাবিলপুরের রাস্তানির্মাণের জন্য জেলা শাসকের কাছে যাবেন বলেও জানান খলিলুর রহমান।