Sagardighi Protest: বিদ্যুৎ নিয়ে ক্ষোভ রাস্তা অবরোধ সাগরদিঘিতে

Published By: Madhyabanga News | Published On:

Sagardighi Protest বিদ্যুৎ বিভ্রাটের জেরে হাইভোল্টেজে ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার বাসিন্দাদের বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম। এরই প্রতিবাদে এবার সাগরদিঘির নয়নডাঙা এলাকায় রাস্তায় আগুন জেলে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা গিয়েছে বেশ কিছু দিন ধরে গ্রামে বিদ্যুতের সমস্যা চলছে।

মাঝে মধ্যেই থাকছে না বিদ্যুৎ, বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ থাকে না। তবে মঙ্গলবার রাতে হঠাত করেই হাইভোল্টেজ হয়ে যায় এলাকায়। এতি নাকি গ্রামবাসীদের বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিবাদে এদিন রাস্তায় টালায় জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ।

বিক্ষোভকারী মাসাদুল সেখ তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে আমাদের এখানে কারেন্টের সমস্যা হচ্ছে। কখনও কারেন্ট থাকছে তো কখনও চলে যাচ্ছে। প্রায় ভোল্টেজ চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা বলেছি এখানে একটি নতুন কিছু ব্যবস্থা করতে। কিন্তু কিছুই হচ্ছে না’। বিক্ষোভে জেরে অবরুদ্ধ হয়ে যায় আজিমগঞ্জ -রঘুনাথগঞ্জ রাজ্য সড়ক। সাগরদিঘি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।