এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagardighi Power Plant: সাগরদিঘী পাওয়ার প্ল্যান্টে বিক্ষোভ জমিদাতাদের

Published on: June 15, 2024
Sagardighi-Power-Plant-Protest-Today

Sagardighi Power Plant কাজের দাবিতে সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভে জমিদাতাদের। ২০০২ সালে এলাকায় জমি অধিগ্রহন করা হয়। বিক্ষোভকারীদের দাবি জমি অধিগ্রহনের সময় তাদের বলা হয়েছিল পরিবারে একজনকে কাজ দেওয়া হবে। তবে এতদিনেও মিলছে না কাজ। কাজের দাবিতে শনিবার পাওয়ার প্লাটের সামনে বিক্ষোভ দেখান সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের ল্যান্ড লুজার ইউনিয়নের সদস্যরা।

বিক্ষোভকারী চন্দন ব্যানার্জী তিনি জানান, ‘পাঁচ থেকে ছয় হাজার জমিদাতা রয়েছে। সেই সময় আমাদের বলা হয়েছিল আমাদের প্রত্যেককে একটি করে কাজ দেবে। কিন্তু বর্তমানে তারা আজ বঞ্চিত। কোনভাবে কাজ পাচ্ছে না। এর মধ্যে অনেকে আছে জমি পাওয়ার আশায় জমি দিয়েছিল। কিন্তু তারা কিচ্ছু পায়নি। আজ মাড়া অসহায়’।

কাজের দাবিতে এদিন পাওয়ার প্ল্যান্টের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলে বিক্ষোভ। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার করা জানান বিক্ষোভকারীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now