Raninagar News ভরদুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল একাধিক বাড়ি। আগুনের গ্রাসে সব হারিয়ে দিশেহারা মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত সীমান্তবর্তী গ্র্রাম চর রাজাপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে রানীনগরের সীমান্তবর্তী চর রাজাপুর এলাকায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় একের পর এক বাড়িতে।
Raninagar News ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ক্ষতিগ্রস্থ হয় ৮ টি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে একটি বাড়িতে ছাদে রান্না করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই আগুন ছড়িয়ে যায় আশেপাশের বাড়িগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক বাড়ি। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ব্লক প্রশাসনের কর্মীরা। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সাময়িক সহায়তার আশ্বাস দেওয়া হয়।
Raninagar News রাজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মৃত্তিকা মণ্ডল জানান, বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কিছু পাকা বাড়িও অগ্নিকান্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সামগ্রী থেকে নগদ টাকাও পুড়ে গিয়েছে। ব্লক প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।
Raninagar News এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ত্রানের ব্যবস্থা করা হয়। ব্লক প্রশাসনের কর্মী মহম্মদ সিরাজুল ইসলাম বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ত্রানের ব্যবস্থা করা হচ্ছে। অগ্নিকান্ড রুখতে মানুষকে সচেতনও করা হচ্ছে।
Raninagar News আগুনে সব হারিয়ে শোকের ছায়া গ্রাম জুড়ে। পরিবার, পরিজন নিয়ে খোলা আকাশের নীচে ঠাই ক্ষতিগ্রস্তদের।