Raninagar News পয়লা আগস্ট থেকে ফের ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট । তার পরেও চালু হয় নি কাজ। ১০০ দিনের কাজের দাবিতে এবার রানিনগরে বিক্ষোভ সিপিএমের কৃষক খেত মজুর সংগঠনের। দেওয়া হল বিডিও অফিসে ডেপুটেশন। কাজের দাবিতে চার-এর ক – ফর্ম পূরণ করে জমাও করা হয় বিডিও’র কাছে। এদিন রানিনগরে সিপিআই(এম) CPI(M) পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। গোটা বাজার রানীনগর, ধর্মতলা মোড় হয়ে বিডিও অফিস পৌছায় ।
Raninagar News অফিসের সামনে রানীনগর থানার পুলিশের বিশাল ব্যারিকেড করে মিছিল আটকায়। সেখানেই হয় বিক্ষোভ সভা। বুধবার দুপুরে মিছিল করে এসে রাণীনগর ২ বিডিও অফিসের বাইরে দেখান হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। বাইরে চলে বিক্ষোভ সভা। সারের কালোবাজির, বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সরব হন নেতারা ।
Raninagar News বিক্ষোভ সভা থেকে সিপিএমের খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার NIRAPADA SARDAR প্রশ্ন তুলেছেন, কেন আদালতের নির্দেশ থাকার পরেও ১০০ দিনের কাজ চালু করছে না রাজ্য আর কেন্দ্রের সরকার ? বিজেপি, তৃণমূল কংগ্রেস দুই দলকেই দুষেছেন তিনি। সভা থেকে খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক জামাল হোসেন বলেছেন, ১০০ দিনের কাজ চালু করতেই হবে। তার সঙ্গে সারের কালোবাজারি বন্ধ করতে হবে।