নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বহরমপুরে সারাভারত খেত মজুর ইউনিয়নের আইন আমান্য ঘিরে ধুন্ধুমার কান্ড টেক্সটাইল মোড়ে। একশো দিনেরর কাজকে দুশো দিন করা, নূন্যতম দৈনিক মজুরি ছশো টাকা করার দাবি সহ দশ দফা দাবিতে এদিন আইন আমান্য কর্মসূচির ডাক দিয়েছিল সারাভারত খেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটি।
মিছিল করে সিপিএম কার্যালয় থেকে গীর্জার মোড় হয়ে জেলা প্রশাসন ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন খেত মজুররা। সেই সময় টেক্সটাইল কলেজের মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
তখনই পুলিশের সঙ্গে ধ্বস্তা ধ্বস্তিতে জড়িয়ে পরেন তাঁরা। খেত মজুর সংগঠনের রাজ্য কমিটির সভাপতি তুষার ঘোষ বলেন, “ যেখানে পুলিশ আটকেছে সেখানেই আমাদের প্রতিবাদসভা হবে। পরবর্তীতে এই আন্দোলন জোড়ালো হবে।”