Raninagar কলাবাগানের মধ্যে কে? গোপন সূত্রে খবর পেয়েই চলে অভিযান। আর তারপর সামনে আসে আসল ঘটনা। কী সেই ঘটনা? কলাবাগানের আড়ালে লুকিয়ে কী? আত্মগোপনে কে? সমস্ত কৌতূহলের অবসান হয়। ঘটনাস্থল মুর্শিদাবাদের রাণীনগরের কাতলামারী ফরাসঘাট এলাকা। সেখানেই রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়ে এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে কাতলামারী ফরাসঘাট এলাকায় একটি কলাবাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় সন্দেহভাজন যুবককে। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও দুরাউন্ড গুলি। ধৃত ইলিয়াস খান রাণীনগরের কাতলামারী পাঠানপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইকও। আগ্নেয়াস্ত্র নিয়ে কলাবাগানে কেন আত্মগোপন? কী টার্গেট ছিল? কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র? শুরু হয়েছে পুলিশি তদন্ত। ধৃতকে সোমবার সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠায় রাণীনগর থানা।
আরও পড়ুন- Bangladeshi Arrested ঢাকা থেকে সাগরপাড়ায় এসে গ্রেফতার ২