Raninagar incident মুর্শিদাবাদের রানিনগরের রাজাপুর এলাকায় ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে নটা দশটা নাগাদ মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী রাজপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম বিপ্লব মন্ডল,বয়স ৩৮ বছর।
পরিবার সূত্রে কী জানা গিয়েছে?
Raninagar incident পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিপ্লব মন্ডলের বাড়িতে ছাদ ঢালাই ছিল। সারাদিন খুব পরিশ্রম করেছিলেন, তারপর সন্ধ্যায় তিনি ঘুমিয়ে পড়েন। তারপর রাত দশটা নাগাদ তিনি ছাদে ওঠেন। সেখান থেকে আচমকা নিচে পড়ে যান। তার মাথায় আঘাত লাগে। ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে পরিবার।