এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Shaktipur Hospital এবার ব্লাড টেস্টও করা যাবে শক্তিপুর হাসপাতালে

Published on: November 6, 2024
Shaktipur Hospital

Shaktipur Hospital এবার ব্লাড টেস্টও করা যাবে মুর্শিদাবাদের  শক্তিপুর হাসপাতালে । বেলডাঙা ২ নম্বর ব্লকের Beldanga II শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সৌজন্যে উদ্বোধন হল ব্লক পাবলিক হেলথ ইউনিটের। এই হেলথ ইউনিট মূলত প্যাথলজিক্যাল ল্যাব যেখানে সবরকম পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে। হবে ব্লাড টেস্ট  দূর দূরান্তে না গিয়ে এলাকাতেই বিনামূল্যে পরিষেবা পাবেন এলাকাবাসীরা। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল বলেই জানাচ্ছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ তরুণ বারুই । পরিষেবার ক্ষেত্রে এক্স রে মেশিন, রোগী নিরাপত্তায় সিসি ক্যামেরার আওতায় থাকবে এই পাবলিক হেলথ ইউনিট। উদ্বোধনী পর্বে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথেই উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধিরা।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now