Raninagar Congress ভোট মিটলেও অশান্তি কমার নাম নেই মুর্শিদাবাদে। রানিনগরে কংগ্রেস কর্মীর মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কংগ্রেস কর্মী ইয়াসিন সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে রানিনগরের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকায় কংগ্রেস কর্মী ইয়াসিন সেখের উপর হামলা চালান হয় বলে অভিযোগ।
মারধরের পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় আহতের স্ত্রী সরাসরি তৃণমূলের দিকেই অভিযোগ তুলেছে।
আহতের স্ত্রী তাহামিনা খাতুন জানান, “ডাক্তার দেখিয়ে ফিরছিল। হঠাৎ কোথা থেকে দুজন এসে হামলা চালায়। আমার বড়ের ওপর। আমার স্বামী কংগ্রেস করত সেই কারণে নানান ঝামেলা হচ্ছিল”।
গুরুতর আহত অবস্থায় ইয়াসিন সেখকে প্রথমে গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী কারণে কে বা কারা হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।