এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raninagar 2  অধীর সেলিমের কুদ্দুস সেই তৃণমূলেই

Published on: September 13, 2024
Raninagar 2

Raninagar 2  রানিনগর ২ পঞ্চায়েত সমিতি হাতছাড়া বাম কংগ্রেস জোটের । তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। তার সাথেই তৃণমূলে যোগ দিলেন রানিনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা বিবি। শুক্রবার বিকেলে ইসলামপুরে যোগদান সভা হয়। সেখানেই মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান Abu Taher Khan  , রানিনগরের  বিধায়ক সৌমিক হোসেনের Soumik Hossain  হাত ধরে তৃণমূলে যোগদেন কুদ্দুস আলি ।  সভাপতি, প্রধানের সাথেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন একাধিক পঞ্চায়েত সদস্য, কর্মীরা। উন্নয়নে শরিক হতেই দলবদল জানান, কুদ্দুস আলি। কুদ্দুসের মুখে শোনা গিয়েছে বিধায়ক, সাংসদের প্রশংসাও ।

Raninagar 2 Raninagar Politics : রানিনগরে সিপিএম কংগ্রেসের ৬ কমে ১ !

গত পঞ্চায়েত নির্বাচনে ২৭ আসনের রানিনগর ২ পঞ্চায়েত সমিতিতে বাম – কংগ্রেস জোট পায় ১৪টি আসন। তৃণমূল পায় ১৩টি, বাম – কংগ্রেস জোটে কংগ্রেস পেয়েছিল ৯টি আসন, সিপিএম পেয়েছিল ৪টি, আরএসপি পেয়েছিল ১টি আসন।  সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সভাপতি হন কংগ্রেসের কুদ্দুস আলী। যদিও এরপরই স্থায়ী সমিতি গঠনের আগে  বিতর্ক তৈরি হয়। গ্রেপ্তার করা হয় সভাপতি কুদ্দুস আলী সহ বেশ কয়েকজন সদস্যকে। এর মধ্যেই কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে যোগদান করেন। স্থায়ী সমিতি হাতছাড়া হলেও সভাপতি থেকে যান কুদ্দুস আলী। পঞ্চায়েত নির্বাচনের পর বাম কংগ্রেস জোটের নেতারা সরব হন রানিনগর মডেল নিয়ে।  পঞ্চায়েত সমিতির সভাপতি হন কুদ্দুস আলি। কুদ্দুসের প্রশংসায় সরব হন অধীর ও।  লোকসভা নির্বাচনেো কুদ্দুসকে দেখা গিয়েছে মহম্মদ সেলিমের প্রচারে। তবে হল না শেষ রক্ষা। এবার সেই সভাপতিও যোগ দিলেন তৃণমূলে। যোগদান ঘিরে উচ্ছ্বসিত সাংসদ, বিধায়কেরা। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের দাবি, লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর হারের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে কংগ্রেস। তাই তৃণমূলে আসছেন কংগ্রেসের নেতাকর্মীরা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now