আদালতের নির্দেশে রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘরি হাজীপারা এলাকায় কবর থেকে তোলা হল চার মাস আগে মৃত গৃহবধূর দেহ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তুলে ময়নাতদন্ত করার জন্য নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় বারের জন্য ময়নাতদন্ত হবে কল্যাণী এইমসে।
Raghunathganj News এই বছর ২৯ এপ্রিল রঘুনাথগঞ্জের তেঘরী এলাকার ফাতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ, খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয় বধূকে। আত্মহত্যা হিসেবে প্রমণ করার চেষ্টা করেন মৃতার স্বামী। হয় ময়নাতদন্ত । জঙ্গিপুর আদালতের দারস্থ হন মৃতার পরিবার। পরে কলকাতা হাইকোর্টের Calcutta High Court দারস্থ হন তারা। অবশেষে বধূর দেহ কবর থেকে তুলে দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনায় মূল অভিযুক্ত, মৃতার স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয়।
Raghunathganj News মৃতার দাদা মহম্মদ হাসান সেখের দাবি, পণের দাবিতে অত্যাচার চলছি। বোনকে খুন করা হয়েছে। বিচার না পেয়ে হাই কোর্টের দারস্থ হয়েছে পরিবার। আদালতের নির্দেশে কল্যাণী এইমসে হবে দ্বিতীয় বারের ময়নাতদন্ত।