Raghunathganj Robbery: রঘুনাথগঞ্জের বানিপুরে বাড়িতে দুঃসাহসিক চুরি

Published By: Madhyabanga News | Published On:

Raghunathganj Robbery রঘুনাথগঞ্জের বানিপুরে পরিবারের সদস্যদের অনুস্পস্থিতিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। সোনার গহনা ও নগদ টাকা চুরি গিয়েছে বলে দাবি পরিবারের। জানা গিয়েছে বানিপুর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা মায়ারানি দাস কয়েক মাস থেকে অসুস্থ থাকায় কলকাতায় থাকেন। দোতলা বাড়ির নিচে এক ভাড়াটিয়া থাকতেন। সোমবার তাঁরা বেড়াতে যান।

বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা বুঝতে পারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাড়িতে আসেন পরিবারের সদস্যরা। তাদের দাবি দোতলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে দুষ্কৃতিরা । চুরি গিয়েছে বাড়ি মালিক ও ভাড়াটিয়ার সোনার গহনা ও নগদ টাকাও।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। কীভাবে চুরির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।