এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

রাহুলের জন্য অধীর অপেক্ষায় কমরেড রঘু নন্দী, সচ্চিদানন্দ কান্ডারীরা

Published on: February 1, 2024

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ চুঁয়াপুর রেলসেতু ধরে এগিয়ে যাবে রাহুল গান্ধীর ন‍্যায় যাত্রা। সোজা দলীয় কার্যালয়ের দিকে। তাঁকে স্বাগত জানাতে দুধারে সার বেঁধে পতাকা কাঁধে দাঁড়িয়ে আছেন কংগ্রেস কর্মীরা। সেই ভিড় স্বর্ণময়ী ধরে কার্যালয় পৌঁছে গিয়েছে। এখনও বহরমপুর ঢোকেন নি ওয়ানাড়ের সাংসদ।

কংগ্রেসের পতাকার সঙ্গে তাল ঠুকে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন সিপিএম কর্মীরা। না বামফ্রন্ট গত ভাবে নয়। সিপিএমের রঘু নন্দী, সচ্ছিদানন্দ কান্ডারী, শিক্ষক নেতা সুশোভন খান সহ শিক্ষক নেতারা। ভিড়ে দাঁড়িয়ে আছেন ডিওয়াই এফ নেতা সন্দীপন ও তাঁর দলবল। পত পত করে উড়ছে রাহুল গান্ধীর ন‍্যায় যাত্রার পতাকা। পাশে দলীয় লাল ঝান্ডা।

ভিড়ের আলোচনায় একাধিকবার বার উঠেছে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সিপিএমের আলোচনা। কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে পোড় খাওয়া নেতা সেখানে উসকে দিচ্ছেন “সিপিএম না কি কংগ্রেসের দালাল”?

কংগ্রেসের পতাকা সঙ্গে দাঁড়িয়ে কেউ কেউ বলছেন “ ইউপিএ ২ ছাড়লেন তবে কোন শর্তে।” কংগ্রেসের বরিঠ নেতারা কার্যালয়েই অপেক্ষা করছেন। তাঁদের হক আদায়ের যাত্রায় সিপিএমের অংশগ্রহণ নিয়ে অবশ্য প্রশংসাই করছেন তাঁরা‌

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now