R G Kar Issue কর্মবিরতি নিয়ে সুর নরম জুনিয়র ডাক্তারদের

Published By: Imagine Desk | Published On:

R G Kar Issue কর্মবিরতি নিয়ে সুর নরম জুনিয়র ডাক্তার থেকে ইন্টার্নদের। আন্দোলন চললেও কাজে ফিরতে চাই জুনিয়র ডাক্তার থেকে ইন্টার্নরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ১৪তম দিনেও বিক্ষোভ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে ইন্টার্নদের। শুক্রবার জুনিয়র ডাক্তার ও ইণ্টানদের দাবি আন্দোলন চললেও মানুষকে পরিষেবা দিতে কাজে ফিরতে চান তাঁরা।

ইন্টার্ন বিবেক কুমার মল তিনি জানান, “আমরা সমস্ত বিষয় নিয়েই অবগত। এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমারা বসব কীভাবে পরিষেবা স্বাভাবিক করা যায় সেই নিয়ে আলোচনা করব।”

কলেজ কতৃপক্ষের সাথে বৈঠক করে কাজে ফিরতে চান তাঁরা। বৃহস্পতিবারই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন দেখার জুনিয়র ডাক্তাররা কখন আবার কাজে যোগ দেয়।