পুলিশ ‘খুনি’ ধরার প্রতিশ্রুতি দিলে হরিহরপাড়ায় ওঠে বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ বৃহস্পতিবার হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে গ্রামের বাসিন্দা মিনারুল ইসলামের মরদেহ রেখে চম্পট দিয়েছিল কোনও অজ্ঞাত ব্যক্তি। মৃতের পরিবারের দাবি ছিল, খুন করা হয়েছে মিনারুলকে। শুক্রবার ময়নাতদন্তের পর হরিহরপাড়া থানার সামনের রাস্তায় মরদেহ নিয়ে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। তাঁদের দাবি খুনীদের গ্রেপ্তার না করা পর্যন্ত চলবে বিক্ষোভ। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি মিনারুলের সঙ্গে ওই পাড়ারই একটি পরিবারের বিরোধ ছিল। তারাই মিনারুলকে ডেকে নিয়ে যায় বুধবার রাতে। পরের দিন মিনারুলের দেহ উদ্ধার হয় হাসপাতাল চত্বর থেকে। তাই মিনারুলের পরিবার প্রতিবেশীই খুন করেছে বলে দাবি করছেন। তাঁরা বলেন, “ওরা আগেও হুমকি দেওয়া হচ্ছিল। তার পর থেকেই দীর্ঘদিন ধরে ঘর ছাড়া মিনারুলের পরিবার। মিনারুল পেশায় ছিলেন গাড়ির চালক ফলে বাইরে বাইরে বেশি দিন কাটাতেন। পুলিশেরও প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে মিনারুলকে। একইসঙ্গে খোঁজ নেই মনিরুলের ছেলেরও দাবি পরিবারের লোকজনের। তাঁদের এক আত্মীয় বলেন, মিনারুলের খুনি দের খুঁজে বের করতে হবে ও নিঁখোজ ছেলেকে ফিরিয়ে আনতে হবে। তবেই বিক্ষোভ উঠবে। পুলিশের পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে। এদিন হরিহরপাড়া থানার আইসির উপস্থিতিতে বিরাট পুলিশ বাহিনী এসে বিক্ষোভরত গ্রামবাসীদের সরিয়ে দেয়। বিক্ষোভের জেরে যানজট তৈরি হয়।