Pramothes Mukherjee বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি প্রয়াত

Published By: Imagine Desk | Published On:

Pramothes Mukherjee বহরমপুরের প্রাক্তন সাংসদ, আরএসপি নেতা প্রমথেশ মুখার্জি প্রয়াত হয়েছেন। তিনি ভোটে হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কেও।  বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৪, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে জিতে লোকসভার সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন  আর.এস. পি.-র Revolutionary Socialist Party  সেন্ট্রাল কমিটির সদস্য । সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রমথেশ মুখার্জির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্জ, জেলা সম্পাদক মহম্মদ নওফেল সফিউল্লা।

১৯৯৩ সালে প্রয়াত হন বহরমপুরের তৎকালীন সাংসদ, স্বাধীনতা সংগ্রামী ননী ভট্টাচার্য। ১৯৯৪ সালের ১২ মার্চ  বহরমপুর আসনে হয় উপনির্বাচন ।  ১৯৯৪ সালে উপনির্বাচনে বহরমপুর লোকসভা  আসন আরএসপি দলের হয়ে  থেকে ভোটে লড়েন প্রমথেশ মুখার্জি। ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে জেতেন প্রমথেশ মুখার্জি । সেই বছর    কংগ্রেসের প্রতীকে লড়েন  সিদ্ধার্থ শঙ্কর রায় । প্রমথে মুখার্জি হারিয়ে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে । এরপর ১৯৯৮ সালে গুজরাল সরকারের পতন হলে ফের লোকসভা নির্বাচন হয়।  জেতেন ১৯৯৮ সালের দ্বাদশ সাধারণ নির্বাচনেও ।  যদিও ১৯৯৯ সালে অধীর চৌধুরীর কাছে হারেন প্রমথেশ মুখার্জি । ২০০৪ এবং ২০০৯ সালের নির্বাচনেও ভোটে লড়েন প্রমথেশ।

প্রমথেশ মুখার্জির জন্ম ১৭ জানুয়ারি ১৯৪৬, সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে। বাবা সত্যব্রত মুখার্জী ছিলেন পাঁচথুপী টি. এন. ইনস্টিটিউশনের শিক্ষক, মা ছিলেন  গৃহিণী। কান্দি রাজ কলেজ থেকে বিএসসি পাশ করে ১৯৬৮ সাল। সুন্দরপুর হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। সেটা ১৯৬৮ সাল। ওই বছরে স্পেশাল বিএ।  এবং পরের বছর বেলুড় কলেজ থেকে বি. এড. করেন। তারপরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ. পাশ করেন।

কলেজে  আরএসপির ছাত্র সংগঠন  পিএসইউ সংগঠনের  নেতা ছিলেন। শিক্ষক আন্দোলনের পাশপাশি এলাকায় আরএসপির সংগঠক হিসেবে কাজ করেছেন।   ১৯৭৯ সালে গ্রামের কর্মক্ষেত্র ছেড়ে বহরমপুর শহরে চলে আসেন এবং খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। পরের বছর রাষ্ট্রবিজ্ঞানে এমএ  পাস করেন এবং  অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্যের অধীনে গবেষণা শুরু করেন। বিষয় ছিলন  Changing Pattern of Leadership in Rural India।  নানা কারণে সে কাজ বন্ধ হয়ে যায়। আজীবন যুক্ত ছিলেন রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে।