ফারুক আহমেদঃ তিনিও যেন ডেলি প্যাসেঞ্জার। সরকারি চাকরি করেন না, বেসরকারি সংস্থায় কাজও করেন না। তবে ? ব্যবসা। কিন্তু সেই ব্যবসাও যে সে ব্যবসা নয়। একেবারে চুরি। ভগবানগোলা থেকে ট্রেনে করে নিয়মতি বেলডাঙ্গায় আসতেন ভগবানগোলার বাসিন্দা স্বপন সেখ। চুরি করেছিলেন ১১ টা বাইক। তবে বারোর গেড়োয় কপাল খারাপ চোর বাবাজির। বৃহস্পতিবার একই কায়দায় বাইক চুরি করতে গিয়ে বেলডাঙার ছাপাখানায় ধরা পড়েন স্বপন । স্থানীয়রা তুলে দেন পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন ধরে স্বপন বাইক চুরি করছিল। মোট ১১টি বাইক সে চুরি করে । বাইক চুরি করে নিয়ে গিয়ে বাড়ি থেকেই চালাতো ব্যবসা। ১১ টি বাইক উদ্ধার হয় স্বপনের বাড়ি থেকে। আপাতত ৫ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে। চুরি যাওয়া বাইকগুলি শুক্রবার তাঁদের মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় বেলডাঙা থানা। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি গাড়ির মালিকেরাও। সাথে তাজ্জবও। এদিন বাইক ফিরে পেয়েছেন তাহিকুল হোক। তিনি বলেছেন, এইভাবে যে কেউ চুরি করতে পারে সেটা আগে ভাবি নি।
বাইক চুরি করতে ভগবানগোলা থেকে বেলডাঙা ডেলি প্যাসেঞ্জারি ! হাজতে ১
Published By: Madhyabanga News |
Published On: