Nowda Incident মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুরে চলল গুলি! গুলিবিদ্ধ হলেন রিন্টু বিশ্বাস নামে স্থানীয় এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় শনিবার সন্ধ্যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার মুখেই গুলিবিদ্ধ যুবক জানান- হেঁটে যাচ্ছিলেন, আচমকাই তাঁর উপর গুলি চলে। কারা গুলি চালালো? যা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন – Nowda TMC সদর দরজা খুলতেই আঁতকে উঠল পরিবার! এ কী কাণ্ড নওদায় !
Nowda Incident স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সর্বাঙ্গপুরে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় আচমকাই গুলি চলে। প্রশ্ন উঠেছে- হঠাৎ কেন গুলি চলবে? গুলি কাণ্ডের পেছনে রাজনৈতিক যোগসূত্র আছে না ব্যক্তিগত শ্ত্রুতার জের? নেপথ্যে লুকিয়ে কী রহস্য? যা নিয়েও বাড়ছে জল্পনা। ঘটনার তদন্তে নওদা থানার পুলিশ।