এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nowda Arrest নওদাকান্ডে গ্রেফতার তৃণমূল কর্মাধ্যক্ষ কী দাবী করলেন ?

Published on: January 11, 2025
Nowda Arrest

Nowda Arrest মুর্শিদাবাদের নওদায় ধৃত কর্মাধ্যক্ষকে শনিবার পেশ করা হবে আদালতে। নওদা ব্লক অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধরের ঘটনায় ধৃত তৃণমূল পরিচালিত নওদা পঞ্চায়তে সমিতির Nowda Panchyet Samiti  বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল সেখকে বহরমপুর কোর্টে পাঠান হল শনিবার সকালে। বৃহস্পতিবার অফিসের মধ্যে মারধরের অভিযোগ ওঠে ব্লকের ক্যাশিয়ার তন্ময় দাসকে । এই ঘটনার প্রতিবাদ প্রতিবাদে শুক্রবার ব্লকের সমস্ত স্থায়ী কর্মীরা কর্মবিরতি করেন। পুলিশের পক্ষ থেকে ধৃত কর্মাধ্যক্ষকে হেফাজতে চেয়ে কোর্টে আবেদন করা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে।

Nowda Arrest কী হয়েছিল ? Nodwa TMC গ্রেফতার নওদার কর্মাধ্যক্ষ ! কী অভিযোগ ?

Nowda Arrest এদিন থানার বাইরে  কর্মাধ্যক্ষ তমাল সেখ বলেন, ” বিডিও অফিসে BDO Office   পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমাদের কয়েক জনের সঙ্গে  ক্যাশিয়ারের কথাকাটাকাটি হয়েছিল। তারপর উনি অভিযোগ করেন। সেই ভিত্তিতেই থানায় ডাকা হয়েছিল। ওখানে সিসিটিভি ফুটেজ  আছে। শুধু কথোপকথন হয়েছে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now