Nodwa TMC গ্রেফতার নওদার কর্মাধ্যক্ষ ! কী অভিযোগ ?

Published By: Imagine Desk | Published On:

Nowda TMC মুর্শিদাবাদের নওদা ব্লক এক সরকারী কর্মচারীকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নওদা পঞ্চায়েত সমিতির Nawda Panchayat Samiti  বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে । বৃহস্পতিবার নওদা ব্লকের ক্যাশিয়ার তন্ময় দাসকে মারধরের অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির কর্মাধ্যক্ষ তমাল শেখ ও বেশ কয়েক জনের  বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল নেতার ফোন ধরায় করা হয়েছে বেধরক মারধর করা হয়েছে অফিসের মধ্যেই । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নওদার বিডিও অফিসে কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।

ঘটনবার কথা শুক্রবার নওদার বিডিও দেবাশিস সরকার স্বীকার করেছেন । বিডিও দাবি, সভাপতি ফোন করেছিলেন। ওই আধিকারিক ফোন ধরেন নি। এই নিয়ে কথাকাটিকাটি হতেই ধাক্কাধাক্কি হয়।  কর্মচারীর অভিযোগ তাঁকে মারধর করা হয়েছে।  নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামানের ঘনিষ্ট বলেই পরিচিত। এই ঘটনায় ব্লক সভাপতির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন নওদার বিধায়ক সাহিনা মমতাজ SAHINA MOMTAZ KHAN ।   বহরমপুরে এক সরকারি মেলার উদ্বোধনে এসে নওদার বিধায়কের দাবি,  নওদা ব্লক অফিসে ত্রাস চালাচ্ছেন ব্লক সভাপতি। যদিও এই প্রসঙ্গে ব্লক সভাপতির কোন মন্তব্য মেলেনি।