Loksabha Election বিদ্রোহের অবসান। হরিহরপাড়ায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে আবু তাহের খানের হয়ে প্রচার শুরু করলেন বিধায়ক নিয়ামত সেখ (NIAMOT SHEIKH ) । বুধবার সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে ( Abu Taher Khan) সাথে নিয়ে তুলি হাতে দেওয়াল লিখলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ । ১০ই মার্চ প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থী নিয়ে ক্ষোভ ছিল তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের মধ্যে । ২৪শে মার্চ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নিয়ামত ।
নিয়ামত সেদিন দাবি করেছেন, বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের পাশে দাঁড়াননি সাংসদ আবু তাহের খান। এলাকায় সাংসদকে দেখা যায় নি বলেও দাবি করেন তিনি।
তবে, তৃণমূলের উচ্চনেতৃত্বের নির্দেশে, মিটেছে সেই ক্ষোভ। তৃণমূল কর্মীদের মধ্যে বার্তা দিতে বুধবার দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট ময়দানে নিয়ামত সেখ। বিধায়ক জানান দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখন শুরু হল। রমজান মাসের পর জোরদার হবে প্রচার। তৃণমূল প্রার্থী আবু তাহের খান জানান দেওয়াল লিখন শেষ হলে সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আলোচনা হবে। ভোট কীভাবে পরিচালনা সেটা নিয়ে আলোচনা শুরু হবে। তবে নিয়ামত, তাহেরের ঐক্যের ছবি আদৌ কতোদিন থাকে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।