নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ মুর্শিদাবাদের ডোমকল থেকে উদ্ধার নাইন এমএম পিস্তল। অত্যন্ত জনপ্রিয়, এই জার্মান বন্দুকটি একটি মূল্যবান অটোমেটিক পিস্তল। ডোমকলের রাস্তায় কী কারণে এই পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল স্থানীয় যুবক। তা নিয়েই উঠছে প্রশ্ন।
বেআইনি এই পিস্তল সহ লালচাঁদ সেখকে ডোমকল কুঠি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ডোমকল কুঠি মোড়ের কাছ থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল ও দু’রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইল ফোনও। সে ডোমকলের বরতানাবাদের বাসিন্দা।
এমনিতেই মুর্শিদাবাদ জেলায় আগ্নেয়াস্ত্র, বোমার একসময়ের ঘাঁটি বলে পরিচিত এই ডোমকলে। সেই ডোমকলে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধারে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বহরমপুরে কোর্টে পাঠায় পুলিশ।