এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদের ৩ আসনেই নজর নওশাদ সিদ্দিকির ISF-এর

Published on: December 2, 2023

রাহুল সেখ, বহরমপুরঃ  মুর্শিদাবাদের ৩ আসন পাখির চোখ আইএসএফ’এর । শনিবার বহরমপুরে এসে দাবি করলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি Nawsad Siddique । ইন্ডিয়া (INDIA)  জোট নিয়েও অসন্তোষের সুর শোনা গিয়েছে নওশাদের গলায়। নওশাদ বলেন, ইন্ডিয়া জোটে এমন কিছু দল আছে যারা গণতন্ত্র ভুলিন্ঠিত করছে। তৃণমূল ইন্ডিয়া জোটে থাকলে নিজেদের অবস্থান কী হবে তা আগেই জানিয়েছে আইএসএফ।

বহরমপুর স্টেশনে নেমে কার্যত মুর্শিদাবাদ জেলার ৩ আসনেই লড়ার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন হরিহরপাড়ায় রয়েছে আইএসএফ’এর সভা। বহরমপুর স্টেশনে নেমে মুর্শিদাবাদের ৩ আসন পাখির চোখ বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকি। সংখ্যালঘু অধুষ্যিত মুর্শিদাবাদ জেলায় শিক্ষা, কর্মসংস্থান থেকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও বঞ্চনার অভিযোগ তুলেছেন নওশাদ । এদিন হরিহরপাড়ায় আইএসএফ-এর একটি অফিস উদ্বোধন করেন তিনি। করবেন জনসভা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now