এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nawab Bahadur Institution:’২০০ বছর’, ঐতিহ্যবাহী স্কুলের সমাপ্তি অনুষ্ঠান

Published on: December 16, 2025
Nawab Bahadur Institution

Nawab Bahadur Institution লালবাগ নবাব বাহাদুরস ইন্সটিটিউশনে কাল থেকে শুরু সমাপ্তি অনুষ্ঠান

Nawab Bahadur Institution তখন পলাশীর যুদ্ধ হয়ে গিয়েছে। নবাবি আমলের সূর্য অস্তাচলের দিকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনও মুর্শিদাবাদে (Murshidabad) আসেননি। তখন তিনি বছর পাঁচেকের শিশু। সেই সময় ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ইতিহাসের কেন্দ্রস্থলে পথ চলা শুরু করেছিল হাজার দুয়ারির কাছে নবাব বাহাদুরস ইন্সটিটিউশন। ডবল সেঞ্চুরি করেছে নবাবিয়ানার স্মৃতিবাহী এই স্কুল। ইংরেজ আমলে গড়ে ওঠা ওই স্কুলের ২০০ বছরকে স্মরণ করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই স্কুল জানান দেয় জেলায় শিক্ষার প্রসারে সেই সময় মুর্শিদাবাদে বুনিয়াদি শিক্ষার ছবি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিশতবর্ষ উদযাপনেই সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর।

আরও পড়ুনঃ Murshidabad University কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযান ছাত্র পরিষদের?

Nawab Bahadur Institution থাকবেন স্কুলের প্রাক্তন ছাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য

Nawab Bahadur Institution ১৭ তারিখ এজন্যে হেরিটেজ ওয়াকের আয়োজন করা হচ্ছে। ১৮ ও ১৯ তারিখ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, স্কুল শিক্ষা দফতরের জেলাস্তরের আধিকারিকরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, মুর্শিদাবাদ মেডিক্যালের প্রাক্তন এমএসভিপি ডাঃ এমএ রশিদ (প্রাক্তন ছাত্র) সহ বিশিষ্টরা হাজির থাকবেন।

Nawab Bahadur Institution

Nawab Bahadur Institution সকাল ১০ টায় লালবাগের আস্তাবল গ্রাউন্ডে সবাই জড়ো হবেন

Nawab Bahadur Institution আগামীকাল, বুধবার সকাল ১০ টায় লালবাগের আস্তাবল গ্রাউন্ডে সবাই জড়ো হবেন। সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে কোরাসে রাজ্য সঙ্গীত গেয়ে হেরিটেজ ওয়াক শুরু হবে। সকাল ১১ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা, স্কুলের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত। প্রদীপ প্রজ্বলন। বেলা ১১ টা ৪৫ মিনিটে মুর্শিদাবাদ পুলিস জেলার এসপির স্বাগত ভাষণ। বেলা ১২ টায় আর্ট গ্যালারির উদ্বোধন। বিজ্ঞানের প্রদর্শনী। বেলা সাড়ে ১২ টা নাগাদ ছৌ নৃত্যের অনুষ্ঠান।

Nawab Bahadur Institution ভায়োলিন, কোলাজ, আবৃত্তি

Nawab Bahadur Institution ১৮ তারিখ বেলা ৩ টের সময়য় অতিথিদের বরণ। বেলা ৪ টের সময় ছাত্র ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত। বেলা ৪ টে ১০ মিনিটে ভায়োলিন। বেলা ৪ টে ১৫ মিনিটে আবৃত্তি। গানের অনুষ্ঠান। বিকেল ৫ টার সময় নাচের অনুষ্ঠান। বিকেল ৫ টা ৫ মিনিটেও নাচের অনুষ্ঠান। এরপর একক অনুষ্ঠান। তারপরে কোলাজ। এরপরে আবৃত্তি। এরপর একক অনুষ্ঠান। সন্ধ্যা সাত টার সময় নাটক ‘এবং হুমায়ুন’। রাত সাতটা ৪০ মিনিটে মুসায়েরা।

Nawab Bahadur Institution ১৯ তারিখ বেলা ৩ টের সময় রায়বেঁশে নাচ। এরপর বেলা সাড়ে ৩ টের সময়য় নজ্রুল গীতি, বেলা ৩ টে ৪০ মিনিটে বাঁশি, বেলা ৩ টে ৫০ মিনিটে ফোক সং। বিকেল ৪ টের সময়য় ‘চাষী’ আবৃত্তি। ৪ টে ১০ মিনিটে কত্থক নাচ, বিকেল ৪ টে ২০ মিনিটে ‘আমাদের স্কুল’ নাচ। বিকেল সাড়ে ৪ টের সময় ঘটনাস্থলে ছবি আঁকার অনুষ্ঠান। এরপর একটি অনুষ্ঠান, তারপরে নাটক। এবং শেষে ‘ফকিরা ব্যান্ড’-এর অনুষ্ঠান।

Nabab Bahadur Institution

Nawab Bahadur Institution উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, এই স্কুলের ২০০ বছরের সূচনা অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now