Nashipur Rail Bridge: নশীপুর রেল সেতুর শেষ মুহুর্তের কাজ, তাই বাতিল বহু ট্রেন

Published By: Madhyabanga News | Published On:

Nashipur Rail Bridge- নশীপুর রেল সেতুর শেষ মুহুর্তের কাজের জন্য মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিঘ্নিত হবে আজিমগঞ্জ কাটোয়া Azimganj Katwa  রুটে ট্রেন চলাচল। বাতিল হয়েছে বেশকিছু ট্রেন।

ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদ ও আজিমগঞ্জ স্টেশনের মাঝে  কাজের জন্য  এই ইএমইউ লোকালগুলি বাতিল থাকবে । ভাগীরথী নদীর উপর  নশীপুর রেল সেতুর( Nashipur Rail Bridge  )  মাধ্যমেই জুড়ে যাচ্ছে আজিমগঞ্জ ও মুর্শিদাবাদের স্টেশন।

মঙ্গলবার আজিমগঞ্জ থেকে বাতিল করা হয়েছে নলহাটি আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ( AZ NHT MEMU SPL 03085), আজিমগঞ্জ নিমতিতা এক্সপ্রেস স্পেশাল (  03057/Azimganj – Nimtita Express Special) , আজিমগঞ্জ রামপুরহাট মেমু  ( 03087 Azimganj – Rampurhat MEMU ), আজিমগঞ্জ রামপুরহাট  এক্সপ্রেস স্পেশাল ( 03093/Azimganj – Rampurhat Express Special) ,  আজিমগঞ্জ রামপুরহাট  এক্সপ্রেস ( 03065 Azimganj – Rampurhat Express) ,  আজিমগঞ্জ কাটোয়া মেমু স্পেশাল ( 03068/Azimganj – Katwa MEMU Special) ,  আজিমগঞ্জ কাটোয়া এক্সপ্রেস ( 03098/Azimganj – Katwa Express Special) , 03090/Azimganj – Katwa  এক্সপ্রেস )  ।

আরও পড়ুনঃ Nashipur Rail Bridge: শনিবার ভরদুপুরে নশিপুর রেলসেতুতে ট্রেন , Modi কাটবেন ফিতে ?

কাটোয় স্টেশন থেকে ছাড়বে না 03059/Katwa – Nimtita Passenger Special , 03083/Katwa – Azimganj Express Special, 03097/Katwa – Azimganj Express Special, 03089/Katwa – Azimganj Express Special, 03067/Katwa – Rampurhat MEMU Special, 03055 Katwa – Ahmadpur Express Special ।

আরও পড়ুনঃ নশীপুর রেলব্রিজ নয়া ট্যুরিস্ট স্পট!

নলহাটি থেকে বাতিল হয়েছে 03086/Nalhati – Azimganj MEMU Special , নিমতিতা থেকে বাতিল হয়েছে 03060/Nimtita – Katwa Passenger Special এবং Nimtita – Azimganj Express Special  03058 Train । রামপুরহাট থেকে বাতিল হয়েছে ট্রেন নম্বর 03094, 03088, 03084 এবং  03070। আহমেদপুর থেকে বাতিল হয়েছে 03056/Ahmadpur – Katwa Express Special। বুধ ও বৃহস্পতিবারও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

২০০৪ সালে নশিপুর আজিমগঞ্জ Nashipur Azimganj  রেলসেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী Rail Minister  লালু প্রসাদ যাদব Lalu Prasad Yadav । ২০১০ সালে রেল সেতু চালু হওয়ার কথা ছিল । তবে পেড়িয়ে দিয়েছে আরও ১৩ বছর। এখনও চালু হয় নি সেই রেল সেতু।
জমি জটের কারণে দীর্ঘ সময় থমকে ছিল রেল সেতুর নির্মাণ কাজ। জট কাটিয়ে ২০২২ সালে ফের শুরু হয় রেল সেতুর কাজ। ২০২৩ সালে গতি বাড়ে রেল সেতুর কাজে। মাঝে সেতু ঘুরে দেখেছেন হেভিওয়েট নেতা থেকে রেলের আধিকারিকরা। জেলার মানুষের আশা ছিল, তেইশের ডিসেম্বরেই এই রেল সেতু দিয়ে ছুটবে ট্রেন । যদিও তা বাস্তবায়িত হয় না। তবে রেললাইন পোঁতার কাজ শেষ হয়েছে ডিসেম্বরেই। শেষ মুহুর্তের কাজে জেলার মানুষ আশাবাদী, লোকসভা ভোটের আগেই এই লাইনে ছুটবে ট্রেন।

তিনদিক ধরে এতোগুলো ট্রেন বাতিলে অসুবিধায় পড়েছেন বহু সাধারণ মানুষ।