Murshidabad Weather Report: এই আসছে বৃষ্টি, যাহঃ আর দেখা নেই । ভ্যানিশ । গরমে নাজেহাল মুর্শিদাবাদবাাসী Murshidabad Rain

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ শ্রাবণের প্রথম সপ্তাহের মাঝামাঝি হয়ে গেল অথচ বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে হাঁসফাঁস করছেন মানুষ। শুধু কাঠফাটা রোদ্দুর নয়, সারাদিন ভ্যাপসা গরম। চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছেন আকাশের দিকে। বর্ষার মরশুম শুরু হওয়ার পর ছিটেফোঁটা বৃষ্টির কদাচিৎ দেখা মিলেছে । এই এল, ওই এল -বলতে বলতেই যেন ভ্যানিশ বৃষ্টি। গ্রাম থেকে শহর গরমে নাস্তানাবুদ জনজীবন। একইভাবে গঙ্গা তীরবর্তী বহরমপুর শহরের বাসিন্দারাও নাজেহাল।
শুক্রবার ঘড়ির কাটায় তখন সকাল নটা। গোরাবাজার কৃষ্ণনাথ কলেজের ফটকের সামনে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বৈদ্যুতিন বোর্ড জ্বলজ্বল করছে । সেখানে লেখা রয়েছে তাপমাত্রা 33 ডিগ্রী সেন্টিগ্রেড। আর্দ্রতা( আরএইচ )77%। আলিপুর হাওয়া অফিসের সংশ্লিষ্ট এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন , খুব বাজে অবস্থা । উষ্ণতা, আর্দ্রতা এবং অন্যান্য মাপকাঠির সামগ্রিক যে পরিস্থিতি বহরমপুর এখন রয়েছে তা ‘এক্সট্রিম কশনের’ জায়গায়।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে নতুন করে নিম্নচাপ বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে শুক্রবার দুপুর পর্যন্ত কোনও খবর হাওয়া অফিসে নেই। এরকম আবহাওয়া গত কয়েকদিন ধরেই চলে আসছে । মাঠে ফসলের কি হবে , স্বস্তির আবহাওয়া মিলবে কবে তা নিয়ে চিন্তিত সবাই । বহরমপুরে মেছুয়া বাজার রোডের এক কাপড়ের ব্যবসায়ী শুক্রবার সকালে বলেন, এই সকাল বেলাতেই হাঁসফাঁস অবস্থা। বহু বছর এরকম হয়নি। আমাদের মতো বয়স্ক লোকের খুব সমস্যা । কবে বৃষ্টি হবে সেই দিকে আমরা তাকিয়ে আছি। মেঘ যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। একই পাড়ায় এলাকার মধ্যে কোথাও একটু বৃষ্টি হচ্ছে। কোথাও সেটার দেখাও মিলছে না । বৃষ্টি এসেছে, বলতে বলতেই বৃষ্টি যেন যাদু মন্ত্রে শেষ হয়ে যাচ্ছে ।