Murshidabad Sports Meet 2025 বহরমপুর স্টেডিয়ামে এক ঝাঁক কচিকাঁচাদের ভিড়। প্রত্যেকেই পারদর্শী কোন না কোন খেলায়। কেউ হাই জাম্প, কেউ জিমন্যাসটিক কেউ দৌড়ে মাঠ ঘুরছে। মহকুমা স্তরে বাছাই করা প্রতিযোগীদের এবার লক্ষ্য জেলাস্তরে খেলা। সেই লক্ষ্যেই খেলার মাঠে প্রাথমিকের পড়ুয়াদের উদ্দীপনা। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের আয়োজনে ৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শুক্রবার। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারি পরবর্তীতে রাজ্য স্তরে খেলার সুযোগ পাবে। বেলুন, পায়রা উড়িয়ে উদ্বোধন হয় প্রতিযোগিতার। প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শিক্ষিক, শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা।
Murshidabad Sports Meet 2025 কত জন প্রতিযোগী?
Murshidabad Sports Meet 2025 এদিনের প্রতিযোগিতায় ৩৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, ‘ শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। রুট মার্চ, প্যারেড করেছে। আমরা অভিভূত। স্কুল, কলজের প্রতিযোগিতাকেও ছাপিয়ে গিয়েছে প্রাথমিকের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আগামী দিনে এরা উজ্জ্বল নক্ষত্র তৈরি হবে।’
Murshidabad Sports Meet 2025 কতগুলি ইভেন্ট?
Murshidabad Sports Meet 2025 বহরমপুর স্টেডিয়ামে এদিন প্রতিযোগিতা ঘিরে ছিল উন্মাদনা। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ৩৪ টি ইভেন্টে অংশ নেয় প্রতিযোগীরা। প্রতিযোগিতা নিয়ে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত বলেন, ‘ আড়ম্বরের সাথে প্রতিযোগিতার আয়োজন হয়েছে। মুর্শিদাবাদ জেলার সমস্ত শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তর, চক্র স্তরীয়, মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে আজকের এই অনুষ্ঠান হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ খেলাধুলো শরীর, মন তো গঠন করবেই পাশাপাশি সংস্কৃতির মেলবন্ধন, মিলন মেলার আয়োজন হয়েছে।’
Murshidabad Sports Meet 2025 মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অপর্না মণ্ডল জানান, ‘ এই প্রতিযোগিতায় যারা প্রথম হবে তারা রাজ্যে খেলবে। আমরা আশাবাদী মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করবে। বাচ্চাদের জন্য শুভ কামনা।’