একের চোখের আলোয় দেখবে অন্যজনে । বহরমপুরে চক্ষুদানে সচেতন করতে পদযাত্রা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  মরণোত্তর চক্ষুদান ঘিরে ভ্রান্তি, কুসংস্কার কাটছে। চক্ষুদানের অঙ্গীকার করতে এগিয়ে আসছেন মানুষ। মুর্শিদাবাদ মেডিক্যাল  কলেজেও তৈরি হয়েছে আই ব্যাঙ্ক। বহরমপুরে আইব্যাঙ্ক থেকে  এক বছরেই ১০৮ জনের চোখে কর্ণিয়া প্রতিস্থাপন সম্ভব হয়েছে। মানুষের উৎসাহ বাড়াতে   মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্ধজনে আলোর বার্তা নিয়ে পদযাত্রা হল শুক্রবার। জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ও মুর্শিদাবাদ  মেডিক্যাল কলেজের আই ব্যাঙ্কের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। ২৫শে আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় চক্ষুদান পক্ষ । এই সময়ে মরোণোত্তক নেত্রদানে উৎসাহ বাড়াতে চলছে প্রচার অভিযান। এদিন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা অংশ নেন। মানুষের মৃত্যুর পর চক্ষুদান করে অন্যের চোখে কিভাবে আলো ফোটানো যায় তা নিয়ে সচেতন করা হয় এই পদযাত্রা থেকে।মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আই ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক  ডাঃ অনিল কুমার ঘাটা জানান, অনেকেই জানেন না এখানেই  আই ব্যাঙ্ক আছে। এখানেই নেত্রদান  করা যায়। আমরা অনুরোধ করছি, মরণোত্তর চক্ষুদান করার জন্য যাতে অন্ধত্ব দূর করা যায়।