Murshidabad Rainfall: মুর্শিদাবাদে বৃষ্টি হবে কাল, পরশুও; অবশেষে এল বর্ষা ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অবশেষে স্বস্তি। সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলাজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে । মাঠে, ময়দানে বর্ষার সেই পরিচিত ছবি এবছর আবার দেখা গেল। হাপিত্যেশ শেষ । মাঠে-ঘাটে কৃষকদের ধান রোপনের চরম তোড়জোড়। বৃষ্টির অভাবে শুকিয়ে যাওয়া ফসলে যেন নতুন করে প্রাণ সঞ্চার হল । সোমবার আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলার অধিকাংশ জায়গায় ।

কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, মুর্শিদাবাদ জেলার পাশের জেলা বীরভূম ও দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ কোনও নিম্নচাপের কারণে নয়। এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টি । এখন মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে রয়েছে যার ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কৃষি পর্যবেক্ষকদের মতে, তবে এখন যে বৃষ্টি হচ্ছে তাতে ঘাটতি পূরণ হতে অনেক দেরি। ফলে কৃষকরা আকাশের দিকে তাকিয়েই রয়েছেন। বর্ষায় এবছর আমন ধান লাগানো হবে কি না তা নিয়ে বিভিন্ন জায়গায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছিলেন। অনেক দেরি হয়ে গেলেও এই বৃষ্টিতে চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষার সময় খরার জেরে অনেক পাট জমিতেই শুকিয়ে গিয়েছে। বাকি যা আছে সেসব পাট জাক দেওয়ার উদ্যোগ চলছে বিভিন্ন জায়গায়। এদিন জেলার সদর শহর বহরমপুরে ওয়াইএমএ মাঠ কার্যত জল থইথই ছবি ধরা পড়েছে । প্রতি বছর বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে এই সময় অফিস যাওয়ার ছবি দেখা যায়। সাপ্তাহিক কাজের শুরুর দিন, সোমবার অফিস যাত্রীর সেই ছবিও দেখা গেছে বিভিন্ন জায়গায়। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ফলে বেশ কয়েকদিনের ভ্যাপসা গরম খানিকটা কমেছে।