Murshidabad Onion Priceআদা রসুনের দাম কিছুটা কমলেও বহরমপুরের বাজারে এখনও চড়া পেঁয়াজের দাম। মুখ্যমন্ত্রীর ঘোষণার সপ্তাহখানেক হয়ে গেলেও এখনও পেঁয়াজের দাম সেই ৪০ এর উপরেই। গত প্রায় মাস খানেক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চড়তে থাকে সবজি থেকে আনাজপাতির দাম। বাজারে গিয়ে হিমশিম অবস্থা আমজনতার। তবে মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে টাস্ক ফোর্সকে বাজার পরিদর্শন ও জিনিস পত্রের দাম নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
যদিও বাজারে গেলে এখনও মোটামুটি একই ছবি দেখা যাচ্ছে। সেই ভাবে দামের কোন হেরফের নেই সবজি থেকে আনাজপাতির। মঙ্গলবার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে দেখা গেল কিছুটা কমেছে আদা ও রসুনের দাম। আগে যেখানে আড়াইশো টাকা কেজিতে মিলছিল এখন তা প্রায় ৫০ টাকা কমেছে। আদা রসুনের দাম কমলেও এখনও ধরা ছোঁয়ার বাইরেই পেঁয়াজের দাম। মুখ্যমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছিলেন। তবে এখনও পেঁয়াজের দাম কমার নামই নেই।
Murshidabad Onion Price পেঁয়াজের দামে হিমশম আম জনতা
বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিত খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবজি বিক্রেতা দিলীপ আচার্য জানান, ভালো কোয়ালিটির পেঁয়াজের দাম কমছেই না। ক্রেতারাও কিনতে চাইছেন না। এটা খুব সমস্যার। সবজি থেকে আনাজ পাতির দাম কবে নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে প্রশ্ন উঠছেই। বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারি আধিকারিকেরা ঘুরলেও আদেও লাভের লাভ হচ্ছে কি ? তা নিয়েও প্রশ্ন উঠছে। কৃষকরা জানান, কয়েক মাস আগেও ১০ থেকে ১৫ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে। এখন সেই পেঁয়াজ ৪০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।