Murshidabad News ফের অশান্ত মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News ফের অশান্ত মুর্শিদাবাদ। জঙ্গিপুরের পর এবার সুতি ও সামসেরগঞ্জওয়াকফ সংশোধনী আইনের বিরোধীতায় শুক্রবার দুপুর থেকে জমায়েত অবরোধ শুরু হয় দুই জায়গায়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। পুলিশ- জনতা খন্ডযুদ্ধ। সুতির সাজুর মোড়ে বেসরকারি বাসে ভাঙচুর চলে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে দীর্ঘক্ষণ। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সাজুর মোড়ে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘসময় ধরে।

Murshidabad News  অন্যদিকে সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান ডাকবাংলো মোড়েও চলে অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর। ধুলিয়ান পৌরসভা এলাকায় মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় তীব্র। একাধিক দোকানে ভাঙচুর, লুঠপাঠের অভিযোগ। পুরো ঘটনায় ১০ জনেরও বেশী পুলিশ কর্মী এবং একাধিক আন্দোলনকারীও আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। আহত পুলিশ কর্মীরা জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও ধুলিয়ানের বেসরকারি হাসপাতালে ভর্তি। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী পথে নেমেছেন।

Murshidabad News বিক্ষোভের আঁচ রেল চলাচলেও। এদিন দুপুর ২ টো থেকে ধুলিয়ান গঙ্গা স্টেশনে আটকে থাকে পুরী-কামাক্ষা এক্সপ্রেস।  স্টেশন জুড়ে কড়া নিরাপত্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশন চত্বরে রেল পুলিশের স্পেশ্যাল ফোর্স।