Murshidabad Market News: মাঠে দাম নেই, বাজারে সবজির দাম বাড়ছেই ; দাম কম ডিম, মুরগি মাংসের Berhampore News

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিনিধিঃ এমনিতেই জলের অভাবে সবজি খেত শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় মাঠে নষ্ট হয়ে গিয়েছে অনেক ফসল। তার উপরে সাধারণ কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বলে উঠছে অভিযোগ । অথচ বাজারে সবজির দাম আগুন। বহরমপুর বাজার ঘুরে এবং বহরমপুর সংলগ্ন মাঠে কৃষকদের সঙ্গে কথা বলে সেরকমই তথ্য উঠে এলো। বহরমপুরে বিভিন্ন বাজারে এদিন আলু, শশা, ক্যাপসিকামের চড়া দাম ছিল। এদিন গড়ে বিভিন্ন জায়গায় টমেটো বিক্রি হয়েছে 40 টাকা প্রতি কেজি| ক্যাপসিকাম দেড়শ টাকা কেজি। শশা 60 টাকা কেজি। শাকের দাম গরে 25 টাকা কেজি। করলা 50 টাকা, কুমড়ো 30 টাকা , ঝিঙে 15 টাকা।
শুক্রবার বেলডাঙ্গা এক ব্লকের চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতের কৃষক শামসুদ্দিন মন্ডল বলেন, ঝিঙে, করলা, পটলের দাম নেই। এমনিতেই বৃষ্টির অভাবে মাঠে মারা গিয়েছে অনেক সবজি। চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে আলু। জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দামে। বিকাশ ঘোষ নামে এক বিক্রেতা বলেন, গত বছর এই সময় দাম অনেক কম ছিল । হঠাৎ হঠাৎ করে কিভাবে দাম বেড়ে যায় সেটা মহাজনরা বলতে পারবেন। আমরা নতুন বাজার থেকে কিনে এনে এখানে বিক্রি করি। এক আলু বিক্রেতা জানান, আমরা 50 কেজি বস্তা 1300 টাকা দাম দিয়ে কিনে এনেছি| তারপরে বিক্রি করছি| তবে এদিন বাজারে মুরগির মাংসের দাম কমেছে। এদিন কেজি প্রতি গরে 150 টাকা করে বিক্রি হয়েছে। এক বিক্রেতা বলেন কিছুদিন আগেও 200 টাকা কেজি ছিল| গৌতম সরকার নামে এক ডিম বিক্রেতা বলেন, মুরগির ডিমের দামও খানিকটা কমেছে । এদিন আমরা দেড়শ টাকা পাতা বিক্রি করেছি। গদাধর কুমার নামে এক বিক্রেতা বলেন, শাকের এখন চড়া দাম। 25 টাকা কেজি বিক্রি হচ্ছে । সুনিতা চৌধুরী নামের এক বিক্রেতা বলেন, আমরা গঙ্গার ওপারে খরাট এলাকা থেকে এসে বিক্রি করি । জিনিসের দাম বাড়ছে।, বিক্রিও কমছে । আগে সারাদিনে 3 হাজার টাকার সবজি বিক্রি করতাম| এখন তা নেমে এসেছে দেড় হাজার টাকায়। তার মধ্যে যা লাভ তা দিয়ে সংসার চালানো দায় হচ্ছে। এদিন ছোট ইলিশ বিক্রি হয়েছে কেজিপ্রতি 400 টাকায়।