Murshidabad Doctor’s Protest ১৩ দিনে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Doctor’s Protest সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে আর জি কর কাণ্ডের। পাশাপাশি জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। বৃহস্পতিবার ১৩তম দিনে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আজও এমারজেন্সির সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ জুনিয়র ডাক্তাদের। বিক্ষোভকারীদের দাবি সুপ্রিম কোর্টে তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রয়েছে। এবং তার মধ্যে আর জি কর কাণ্ডের হেয়ারিং চলছে সুপ্রিমকোর্টে। সেখানে চিফ জাস্টিস প্রশ্ন তুললেন কেন সমস্ত টাইমলাইন মিলছে না। 

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ইন্টার্ন বিবেক কুমার মল তিনি জানান, “আমরা যে দাবি নিয়ে এতদিন ধরে প্রটেস্ট করছিলাম। সেই দাবিতেই আমরা এখনও বসে আছি। আমাদের দাবি একটাই দোষীদের কোঠর শাস্তি এবং নিরাপত্তার ব্যবস্থা।” সুপ্রিম কোর্টে তদন্ত চললেও এখনও নিরাপত্তা ও ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা।